বাজারে অস্থিরতা থাকবে না: অর্থমন্ত্রী

১০ জুন ২০২২

কিছু পণ্যের দাম বাড়ায় বাজারে সৃষ্ট অস্থিরতা থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, চালসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের অ্যাকশন অব্যাহত আছে। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাজধানী ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

বিশ্ববাজারে অস্থিরতা বিদ্যমান উল্লেখ  করে অর্থমন্ত্রী জানান, গত এক বছরে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। তাই দেশেও বেড়েছে। আমদানির পণ্যের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকে না, তবে দেশীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেন, ‘ডিমান্ড ও সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গতি রেখেই এ বাজেট দেওয়া হয়েছে। এতে সব শ্রেণির মানুষই উপকৃত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  বাজেটটির আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর