বাজেট দেখে বিএনপি নেতাদের মুখে মেঘের ছায়া: ওবায়দুল কাদের

১০ জুন ২০২২

আগামী অর্থবছরের বাজেট দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের মেঘের ছাড়া পড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার বাজেট। শুক্রবার (১০ জুন) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন। রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সম্মেলন হয়।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, লুটপাট আর মিথ্যাচার তাদের অস্থিমজ্জায় মিশে আছে। যদি মিথ্যাচার আর লুটপাটের ওপর নোবেল পুরস্কার থাকতো, তাহলে সেটা পেতেন বিএনপি মহাসচিব।

নিজের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। সম্মেলনে সভাপতিত্ব করেন দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনাম। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খাঁন মিন্টু প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর