ফুঁসে ওঠেছেন সুনামগঞ্জের মুসল্লিরা

১০ জুন ২০২২

সুনামগঞ্জ  প্রতিনিধি:

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মার কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদজুম্মা সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের ডাকে শহরের প্রতিটি মসজিদের  হাজারো মুসল্লি বিক্ষোভ করেন। মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ হয়।

জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাওলানা আব্দুল বছির, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা রফিক আহমদ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী প্রমুখ।

বক্তারা বিশ্বনবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশের দাবি জানান। তারা ভারতীয় সব ধরণের পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। দাবি মানা না হলে তৌহিদি জনতা আগামীতে রাজপথে আন্দোলন আরো জোরদার করবে বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সাইফ উল্লাহ/এমকে


মন্তব্য
জেলার খবর