দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ১২

১০ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা ও বরিশাল সীমান্তে মহিষমারীচর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে ভোলা সদর ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ও বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আটকের আগে ওই ১২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসা নিচ্ছিল। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুন) রাতে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনজামাম হোসেন ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এজাহারে। এতে ২৪ জন নামীয় এবং ৪৫-৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, শ্রীপুর এবং ভেদুরিয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি ব্রিজ রয়েছে। ব্রিজের দুই প্রান্তের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই জেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করছিলেন শ্রীপুরের রুবেল কাজী। এতে বাধা দেয় ভেদুরিয়ার বাসিন্দারা। গতকাল রুবেল কাজী স্থানীয় অসংখ্য নারী-পুরুষ নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যাচ্ছিলেন। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা বরিশাল এবং ভোলা জেলা পুলিশের সদস্যরা বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান থেকে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর