অনেক দিনে ধরে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় ঘরের বাইরে মানুষের মধ্যে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানায় চরম অনীহা রয়েছে। অফিস আদালতের বাইরে সচারচার মাস্ক ব্যবহার হচ্ছে না, মাস্ক করোনা প্রতিরোধের অন্যতম হাতিয়ার। এদিকে দেশে টানা ৮ দিন ধরে (২ জুনের পর থেকে) ক্রমশ বাড়ছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। দৈনিক শনাক্তের হার ৮ দিনের মাথায় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫। সবশেষ শুক্রবার (১০ জুন) শনাক্ত হয়েছে ৬৪ জন। গত ২ জুন শনাক্ত হয়েছিল ২২ জন। তবে এ ৮ দিনের মধ্যে বেশিরভাগ দিনেই করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
৮ দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯ জুন (বৃহস্পতিবার) শনাক্তের সংখ্যা ছিল ৫৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৫৮ জন। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৫৪ জন। ৬ জুন শনাক্ত হয় ৪৩ জন আর ৫, ৪ ও ৩ জুন এ সংখ্যা ছিল যথাক্রমে ৩৪, ৩১ ও ২৯ জন।
স্বাস্থ্য অধিদফতর বলছে, তাদের হিসাবে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে তারা। মোট আক্রান্তের মধ্যে ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থতা ফিরে পেয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার ২৬৯টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ ।
দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর (১৮ মার্চ) প্রথম করোনা রোগী মারা যায়। সংক্রমণ ধরা পড়ার বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। এরপর করোনার আরেক ধরণ ডেল্টা ছড়িয়ে পড়ায় গত বছরের জুন থেকে হু হু করে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। পরের মাসে একদিনে (২৮ জুলাই) শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন। আর ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর মৃত্যু কমতে কমতে শূন্যে আসে।
এমকে