মন্তব্য
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। ব্যাংকটি ৩টি পদে মোট ২৮২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনেই।
২৮২টি পদের মধ্যে গাড়িচালক পদে ৭ জন, নিরাপত্তাপ্রহরী পদে ১৭৬ জন ও অফিস সহায়ক পদে নেওয়া হবে ৯৯ জন। গাড়িচালক পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং নিরাপত্তাপ্রহরী ও অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়স
৭ জুন তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।