রাজধানী ঢাকায় গলায় গামছা পেঁচিয়ে ও হাতের রগ কেটে আলাউদ্দিন ভূঁইয়া (৫২ নামের এক ঝাড়ুদারকে হত্যা করা হয়েছে। তিনি চকবাজার থানাধীন মদিনা টাওয়ার সংলগ্ন ফেন্সি মার্কেটের ঝাড়ুদার ছিলেন। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার সোলনা গ্রামে। রাতে মার্কেটটির ভেতরেই ঘুমাতেন তিনি।
শুক্রবার (১০ জুন) রাতে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে আগের রাতে হত্যা করা হয়েছে। কারণ শুক্রবার মার্কেটটি বন্ধ থাকে। তবে কেন আ কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, মার্কেটের বারান্দায় আলাউদ্দিনের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় প্রত্যক্ষদর্শীদের একজন। পুলিশ সুরতহাল প্রস্তুত শেষে লাশ মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের একটি টিম ঘটনার ছায়া তদন্ত করছে হত্যার রহস্য উদঘাটনে।
এমকে