প্রস্তাবিত বাজেট জনগণের জন্য নয়: বিএনপি

১১ জুন ২০২২

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বর্জিত হিসেবেই দেখছে বিএনপি। দলটি মনে করছে, এ বাজেট জনগণের জন্য নয়। এটা ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট। শনিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবিত বাজেট বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি, দলের পক্ষে এসব  বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল জানান, বর্তমান কঠিন সময়ের এবারের বাজেট কেবলমাত্র সরকারের আশীর্বাদপুষ্টদের জন্যই করা হয়েছে। পাচারকারীদের অর্থ নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কিংবা বিদেশে ভোগের বৈধতা দিতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি লুটেরা মন্ত্রী, সংসদ সদস্য ও সুবিধাভোগী ব্যবসায়ী স্বজনদের অর্থ পাচারের সুযোগ দিতেই এ বাজেট। চাল, ডাল, তেল, লবণ, চিনি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য হ্রাসের কোনো কার্যকরী কৌশল নেওয়া হয়নি, শুধুমাত্র নিজেদের বিত্ত বৈভব বাড়ানোর লক্ষ্যেই এ বাজেট প্রণীত হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর