মুসল্লীদের বিক্ষোভে প্রকম্পিত শশীভূষণ

১১ জুন ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভারতে ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভোলার শশীভূষণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার ( ১১ জুন) সকাল ১১ টার দিকে শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সর্বোস্তরের তাওহীদি জনতার উদ্যোগে এ মিছিল ও সমাবেশ হয়। স্থানীয় বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এওয়াজপুর নতুন বাজার এলাকায় সমাবেশ হয়। মিছিল ও সমাবেশে প্রচুর মুসল্লী অংশ নেয়, তাদের শ্লোগানে প্রকম্পিত হয় মিছিল এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলাম ও রসুল করীম (সা.) কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। যারা মহানবী (সা.) কে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর