মজনুই থাকলেন সভাপতি, বিপ্লব নতুন সাধারণ সম্পাদক

১১ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা জেলা আওয়ামী লীগের কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে বিগত কমিটির সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাকেই সভাপতি করা হয়েছে, তবে সাধারণ সম্পাদক পদে এসেছেন বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। শনিবার (১১ জুন) বিকালে সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পূর্নাঙ্গ কমিটি না হলেও সহসভাপতি হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।

ভোলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক এ সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিকেড ও কাউন্সিলদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবেন এ কমিটি।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর