আগামী ২০ মার্চ মধ্যরাত থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত (২১-২৫ মার্চ) সব আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় টিকিট বিক্রি হবে কাউন্টার থেকে, ম্যানুয়ালি। রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৪ মার্চ) রেলভবনে সাংবাদিকদের এ কথা জানান রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রেলপথমন্ত্রী বলেন, রেলকে আধুনিক ও যুগোপযোগী করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। যাত্রীদের আরো ভালো সেবা দেওয়ার উদেশ্যে নতুন কোম্পানিকে টিকিট বিক্রিতে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ রেলের টিকিট বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা আনা ও সহজলভ্য করাই সরকারের মূল লক্ষ্য। রেলওয়ের টিকিট বিক্রির ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা এখনও গড়ে ওঠেনি,তাই বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে- যোগ করেন মন্ত্রী সুজন।
এমকে