প্রস্তাবিত বাজেট সময়োপযোগী: আ.লীগ

১১ জুন ২০২২

করোনা পরবর্তী পরিস্থিতি এবং ইউরোপে চলমান যুদ্ধ সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ বিবেচনায় প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে বাস্তবসম্মত ও সময়োপযোগী। এ বাজেট সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণের পথে আরেক ধাপ অতিক্রম করবে সরকার। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১১ জুন) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, এ বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বাজেট। বাজেটে  দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রায় ৮৩ হাজার কোটি টাকা ভর্তুকির  ঘোষণা দেওয়া হয়েছে।  আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবৃদ্ধির কারণে সরকারের ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই এবারের বাজেটের প্রস্তাবনায় বাস্তবতার আলোকে জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বের সাথে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছে  সরকার। সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে  'ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে ১ কোটি পরিবারের ৫ কোটি সদস্য সরাসরি উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর