বুকে জোড়া লাগানো যমজ শিশু ভূমিষ্ঠ

১১ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে বুকের অংশ জোড়া লাগানো মৃত যমজ কন্যা শিশু ভূমিষ্ঠ হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে লালমোহন হাসপাতালে সাহিদা বেগম (২০) নামের এক প্রসূতি তাদের প্রসব করেন। শিশু দুটির লিভার ও খাদ্যনালী বাহিরে বের হয়েছিল।

সাহিদা বেগম উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙটিয়া এলাকার মাহবুব হাওলাদার বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী। স্বামী শাহাবুদ্দিন জানান, শনিবার দুপুরের দিকে তার স্ত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় তাকে দ্রুত লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নার্সদের প্রচেষ্টায় শিশু দুটি ভূমিষ্ঠ হয়। তিনি আরো জানান, এক বছর আগেও মৃত এক কন্যা শিশু প্রসব করেন তার স্ত্রী। কি কারণে বার বার এমনটা হচ্ছে তা ভেবে পাচ্ছেন না তিনি।

লালমোহন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, হাসপাতালে আনার প্রায় ১০ মিনিটের মধ্যে ওই প্রসূতি যমজ শিশু প্রসব করেন। শিশু দুটি গর্ভে আসার সাড়ে ৬ মাসের মাথায় ভূমিষ্ঠ হয়।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর