বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। শনিবার (১১ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে, আগামী ৪ জুলাই যোগদানের কথা উল্লেখ করা হয়েছে। গভর্নর থাকাকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন তিনি।
বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন আব্দুর রউফ তালুকদার, ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। বিসিএস ’৮৫ ব্যাচের আব্দুর রউফ তালুকদারকে ২০১৮ সালের ১৭ জুলাই অর্থসচিব পদে নিয়োগ দেওয়া হয়। ১৮ বছর অর্থ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় কাজ করেছেন। ২০২১ সালে ‘ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড’ পান তিনি। করোনার সময় দেশের অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ তৈরিতে এ সচিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
এমকে