ইংল্যান্ড-ইতালির ম্যাচ ড্র

১২ জুন ২০২২

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি। আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল।

 

ম্যাচটি ড্র হলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইতালি। তাদের পয়েন্ট ৫। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ইংল্যান্ড।

 

আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ইতালির শুরুটাও হয়েছে ড্র দিয়ে। আরেক ফেভারিট জার্মানির সঙ্গে ১-১ গোলের সমতায় প্রথম ম্যাচ শেষ করেছিল। অবশ্য দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় তারা।

 

তবে ইংল্যান্ডের ভালো কাটছেই না। প্রথম ম্যাচে তারা হাঙ্গেরির কাছে এক গোলে হারে। আর দ্বিতীয় ম্যাচে জার্মানির সর্ঙ্গে ১-১ গোলে ড্র করে।

 

দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে আসরের অন্যতম ফেভারিট দল জার্মানি। প্রথম দুই ম্যাচের হতাশা গ্রুপের তৃতীয় ম্যাচেও অব্যাহত রেখেছে তারা। তাই গ্রুপে অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি।

 

মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি নিজেদের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। আর ইংল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির।

 

 


মন্তব্য
জেলার খবর