শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ

১৫ মার্চ ২০২২

শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত হচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও পাঁচ গুণ বেড়েছে। এর মাধ্যমে আরেকটি বড় সাফল্য পাচ্ছে শেখ হাসিনা সরকার। শতভাগ বিদ্যুতায়নে নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত হওয়ায় এটা  দেশের অর্থনীতিতে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। আগামী ২১ মার্চ দেশ শতভাগ বিদ্যুতায়নর আওতায় আসার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রও (পায়রা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার বিষয়টি সোমবার (১৪ মার্চ) সাংবাদিকদের জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী ঢাকার বিদ্যুৎ ভবনে এনার্জি রিপোর্টার অব বাংলাদেশ আয়োজিত মিট দ্যা প্রেসে  বিষয়টি নিয়ে কথা বলে তিনি।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে বর্তমানে বিদ্যুতের ক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট। আরো ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুতায়ন এখন ৯৯ দশমিক ৮৫ ভাগ, এটাকে শতভাগই বলা যায়। সারা দেশে  সাড়ে ৩ কোটি গ্রাহক রয়েছে বিদ্যুতের।

মিট দ্যা প্রেসে আরও বক্তব্য দেন- এফইআরবি-র চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মাহাবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন, নথ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিইও খোরশেদুল আলম প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর