ওমর সানী মাতাল ছিল : জায়েদ খান

১২ জুন ২০২২

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছেন, ওমর সানী মাতাল ছিল, সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমার কাছে পিস্তলই ছিল না। উদ্দেশ্যে প্রণোদিতভাবে এরকম অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

 

এ নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক নেতা আরও বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। সেটা এখনও চলমান। সাধারণ সম্পাদক পদে নিয়ে শুনানি আছে। তাই আমার ওপর চাপ সৃষ্টি করার জন্যই এসব বলা হচ্ছে।


মন্তব্য
জেলার খবর