বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার

১২ জুন ২০২২

আমেরিকান পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার বিরল র‍্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত। এক কানের পাশের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের একপাশ প্যারালাইজড হয়ে গেছে। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে নিজেই এ খবর জানিয়েছেন।

 

কান ও মুখের স্নায়ুতে সংক্রমণের ফলে মুখের ডান দিক প্যারালাইজড হয়ে যাওয়ায় এখন ডান চোখের পলকও ফেলতে পারেন না ঠিক মতো। মুখের ডান দিক নাড়াচাড়াও করতে পারেন না। এজন্য বিগত কিছুদিনে বেশ কিছু শো বাতিল করতে হয়েছে।

 

ভিডিও বার্তায় তিনি বলেন, এটি বেশ গুরুতর। এমনটা না হলেই ভালো হতো। কিন্তু শরীর বলছে এখন আমার একটু থামতে হবে। চিকেনপক্স সংক্রমণ ঘটায় ওই একই ভাইরাসের কারণেই র‍্যামসে হান্ট সিন্ড্রোম হয়। চিকেনপক্স সেরে গেলেও এ রোগ থেকে যেতে পারে, কয়েক বছর পরেও এ রোগ হতে পারে।

 

প্যারালাইসিস ছাড়াও এর কারণে শরীরে র‍্যাশ হয়, শ্রবণশক্তি কমে যেতে পারে। চিকেনপক্স হয়েছে এমন যে কোনো মানুষের এ রোগ হতে পারে। তবে ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে বেশি দেখা যায় রোগটি। এ বিরতির সময়টা বিশ্রাম নিয়ে নিজের শতভাগ নিয়ে ফিরবেন বলে আশা করছেন এ পপ তারকা।


মন্তব্য
জেলার খবর