ফের নাটকে পড়শী

১২ জুন ২০২২

সিনেমা, নাটক, বিজ্ঞাপণ- সব জায়গাতেই কাজ করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শীর। গত ঈদে ‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে দর্শকদের সামনে আসেন। আরটিভিতে প্রচার নাটকটি। এতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋশি কৌশিকের বিপরীতে দেখা যায় তাকে।

 

এখানে দেখা যায় ডানপিটে এক পড়শীকে। এতে অভিনয় করে বেশ নামও কুড়িয়েছেন। এবার কুরবানির ঈদের জন্য নতুন একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এখানে তিনি কাজ করেছেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে। নাটকটির নাম ‘শাদী মোবারক’। করেছেন মাহমুদ মাহিন  নাকটি পরিচালনা করেছেন।


মন্তব্য
জেলার খবর