প্রসেনজিতের আক্ষেপ

১২ জুন ২০২২

 ‘মা আমি চুরি করিনি’ থেকে ‘আমি অরুণ চ্যাটার্জি, আমিই ইন্ডাস্ট্রি’। তার সংলাপ মানুষের মুখে মুখে। ৩৪৯টি ছবির নায়ক তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছরে পেয়েছেন বহু পুরস্কার। বহু সম্মান। তবু একটা আক্ষেপ যেন রয়েই গেছে তার। শনিবার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন সে আক্ষেপের কথা।

 

প্রসেনজিৎ বলেন, ‘‘আমাকে নিয়ে কমেডি চরিত্র কেউ করে না। এটা আমার আক্ষেপ। খুব ভালো কমেডি করতে পারি। কিন্তু কেউ করে না।’’

 

কেরিয়ারের প্রথম নাটক ‘সমাধান’- এ কৌতুক চরিত্রেই অভিনয় করেছিলেন৷ নায়কের কথায়, ‘‘ভারী ভারী শক্ত চরিত্র দেয়। আমি কৌতুকটা ভালো পারি। আমি ভালোবাসি করতে।’’

 

তার আসন্ন ছবি ‘আয় খুকু আয়’-তে প্রসেনজিৎ অভিনয় করেছেন ছাপোষা মধ্যবিত্ত বাবার চরিত্রে। প্রচার ঝলকে একেবারে অন্য লুকে প্রকাশ্যে এসে সবাইকে চমকে দিয়েছেন এ অভিনেতা।


মন্তব্য
জেলার খবর