মন্তব্য
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদকের একটি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এ টাকা অনাদায়ে দণ্ডিতদের আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান মামলাটির রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- যশোরের বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুরের ফয়সাল হোসেন (৪০), একই এলাকার শহিদুল মোল্যার ছেলে সুমন মোল্যা (৪২) ও সাব্বির মোল্যা (৪১) । এদের মধ্যে প্রথম দুজন আদালতে উপস্থিত ছিল, বাকিজন পলাতক। ২০১৫ সালের ২৮ জুন ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা মামলাটি করে পুলিশ।
ফরহাদ খান/এমকে