৭২ ঘণ্টা পর্যবেক্ষণে খালেদা জিয়া

১২ জুন ২০২২

হার্টে রিং পরানোর কারণে  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণ করবেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। এর আগে রাজধানী ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল এনজিওগ্রাম করে রিংটি পরানো হয় শনিবার (১১ জুন) দুপুরে। রোববার (১২ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

চিকিৎসক জাহিদ বলেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন। শনিবারই তার তিনটি ব্লক ধরা পড়েছিল। তবে লিভারের সমস্যাসহ শারীরিক সার্বিক বিষয় বিবেচনায় বাকি দুইটিতে অস্ত্রোপচার করা হয়নি। বাকি ব্লকগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে।  প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী এ রাজনীতিক  আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

এমকে


মন্তব্য
জেলার খবর