বৃষ্টি হতে পারে, নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত

১২ জুন ২০২২

আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সবগুলো বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর চার বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  রোববার (১২ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা  অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর