মন্তব্য
সম্প্রতি নায়ক জায়েদ খানের সাথে বিব্রতকর ঘটনা ঘটেছে ওমর সানীর। গত শুক্রবার শুক্রবার রাতে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তারা। সেখানে মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। আর এতেই খেপে যান জায়েদ। পিস্তল বের করে গুলি করার হুমকি দেন ওমর সানীকে।
এ ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে রোববার রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী। অভিযোগে বলা হয়েছে, জায়েদ খান চার মাস ধরে তার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছেন। তাদের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছেন।