ইউক্রেনের দখল করে নেওয়া অংশে পাসপোর্ট চালু রাশিয়ার

১৩ জুন ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নয়া মোড়। এ প্রথম মস্কোর দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের শহর খারসনের বাসিন্দাদের রাশিয়ার পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

 

রাশিয়ার সংবাদসংস্থা ‘তাস’ সূত্রে জানা গিয়েছে, মস্কোর দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের খারসন শহরের ২৩ জন বাসিন্দার হাতে পুতিনের দেশের পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে। মস্কোপন্থী আঞ্চলিক প্রশাসক ভ্লাদিমির সালদো বলেছেন, ‘‘খারসনের সকল বাসিন্দা পাসপোর্ট চেয়েছিলেন। যত দ্রুত সম্ভব তাদের নাগরিকত্ব (রাশিয়া) দেওয়া হবে।’’

 

আরআইএ নভোস্তি সংবাদসংস্থাকে সালদো বলেছেন, ‘‘আমাদের জন্য এটা একটা নতুন অধ্যায় শুরু হল। কোনো এক ব্যক্তির কাছে এটা জরুরি নথি।’’

 

খারসন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট বিতরণের জন্য রাশিয়া দিবসকে বাছা হয়েছিল। এ দিনটি এবার রবিবার। আজকের দিনেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছিল রাশিয়া। আজকের দিনটি সে দেশে সরকারি ছুটি হিসেবে পালন করা হয়।


মন্তব্য
জেলার খবর