ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালিয়েছে এক ইসরায়েল। রবিবার বেথলেহেমের তুকু গ্রামে মেয়েদের একটি স্কুলে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা সাফার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ইসরায়েলি দখলদারভর্তি একটি বাস থেকে নেমে স্কুলের দিকে হঠাৎ গুলি ছুড়তে শুরু করেন এক ব্যক্তি। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফিলিস্তিনি এ কর্মকর্তা জানান, হামলার পরপরই পাঠদান বাতিল করে সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাফার খবর অনুসারে, হামলাকারী গুলি চালিয়ে চলে গেলেও কিছুক্ষণ পর আরও ইসরায়েলি দখলদারকে সঙ্গে ফিরে আসেন। তারা স্কুলটির আশপাশে অনেকক্ষণ ছিলেন।
অবরুদ্ধ পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলিদের হামলা-নির্যাতন অনেকটা নিত্যদিনের ঘটনা। তবে তাদের এমন কার্যকালাপের জন্য কখনও বিচারের আওতায় আনার খবর পাওয়া যায়নি।