মন্তব্য
দেশে আন্তঃব্যাকে মার্কিন প্রতি ডলারের বিনিময়মূল্য ৯২ টাকা ৫০ পয়সা টাক নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ জুন) এ দর নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে ৭ জুন এ দর ৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত দুই মাসে ডলারের বিনিময় মূল্য ৬ টাকার বেশি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন দরে সোমবার (১৩ জুন) ব্যাংকগুলোর কাছে ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অবশ্য আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ টাকা থেকে ৯৮ টাকা নিচ্ছে ব্যাংকগুলো।
এমকে