মন্তব্য
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন তিনি। সোমবার (১৩ জুন) বিকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। এর আগে শনিবার এনজিওগ্রাম করে তার হার্টে রিং পরানো হয়। তখন তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রাখা হয়, সেটা শেষ হবে মঙ্গলবার। তবে চিকিৎসকরা তার অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করছেন।
এমকে