কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়ারেন্ট তামিলে সাফল্য অর্জন করায় এ ঘোষণা দেন।
ওই সভাতেই মিজানুর রহমান পাটোয়ারীর হাতে শ্রেষ্ঠ ওসির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজমুদ্দিন সার্কেল ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চরফ্যাশন সার্কেল) মো. মাসুম বিল্লাহ।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শশীভূষণ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মিজানুর রহমান পাটোয়ারী। এক প্রতিক্রিয়ায় ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ অর্জনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং শশীভূষণবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
এমকে