২৪ বছরের মধ্যে জাপানি মুদ্রার দর সর্বনিম্ন

১৪ জুন ২০২২

জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের ব্যাপকভাবে পড়ে যায়। প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এ প্রথম জাপানি মুদ্রার এতো বেশি দরপতন ঘটলো।

 

এছাড়া, জাপানের শেয়ারবাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন ঘটেছে। সোমবার সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬,৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

বিশ্লেষকদের মতে, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার দরপতন ঘটেছে। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াচ্ছে, তখন জাপান এ ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছে।

 

সূত্র : পার্সটুডে


মন্তব্য
জেলার খবর