নূপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব

১৪ জুন ২০২২

মহানবী (স.) কে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব। একটি টিভি টকশোতে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য করা ভারতীয় বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন মুসলমানরা। ভারতে বিক্ষোভে অংশ নেওয়া অসংখ্য ব্যক্তিকে গ্রেফতার করা হলেও এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছেন ওই বিজেপি নেত্রী।

 

তবে এবার নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন কলকাতা পুলিশ। একই ঘটনায় মুম্বাইয়ের কয়েকটি থানার পুলিশও তাকে তলব করেছে। সোমবার (১৩ জুন) তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে সমন পাঠানো হয়।

 

পুলিশের একজন কর্মকর্তা বলেন, নূপুর শর্মার বক্তব্য রেকর্ড করার জন্য তাকে আগামী ২০ জুন নারকেলডাঙ্গা থানায় উপস্থিত হতে বলা হয়েছে। একটি টিভি বিতর্কের সময় নূপুর শর্মার করা মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন অংশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেলও নূপুর শর্মার বিরুদ্ধে তার মন্তব্যের জন্য কনটাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন।


মন্তব্য
জেলার খবর