টিভি টকশোতে অংশ নিয়ে মহানবী (স.) কে নিয়ে বিরূপ মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। এরই জেরে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। কোথাও কোথাও রীতিমতো বিক্ষোভ রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয়। চাপের মুখে ইতিমধ্যে নুপূর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি। তবে এবার নেতা নূপুর শর্মার পাশে দাঁড়ালেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া গৌতম গম্ভীর।
LetsTolerateIntolerance’’ হ্যাশট্যাগে গম্ভীর টুইট করেছেন: ‘ক্ষমাপ্রার্থী একজন নারীর বিরুদ্ধে সারাদেশে ঘৃণা ও মৃত্যুর হুমকির অসুস্থ প্রদর্শনীতে তথাকথিত ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নীরবতা। নিশ্চয়ই বধিরতা!’
এর আগে ২০১৯ সালে গৌতম গম্ভীর কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছিলেন। তিনি পূর্ব দিল্লি থেকে নির্বাচিত লোকসভার সদস্য।