ইবি প্রতিনিধি :
মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন থেকে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বাংলাদেশ ও ভারতের সরকারের কাছে। পাশাপাশি ভারতে মুসলমানদের উপর চলমান নির্যাতন অনতিবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানূর রহমান, সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন।
তাসনিমুল হাসান/এমকে