তাসনিমুল হাসান,ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও ফ্রি ব্লাড গ্রুপিং করে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আম বাগান থেকে রক্তিমার সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনানের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীতে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. মেহের আলী, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনসহ শতাধিক সদস্যদের অংশ নেয়।
র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তরের পাশে আগ্রহী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনটির সভাপতি মোয়াজ্জেম হোসাইন আদনান বলেন, বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষ্যে আজকে বিনামূল্যে প্রায় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনের জরুরি রক্তের ব্যবস্থা করেছে তাদের সংগঠন।
এমকে