ভাঙ্গায় হবে জাদুঘর, থাকবে পদ্মা সেতু নির্মাণের যন্ত্র-যন্ত্রাংশ

১৪ জুন ২০২২

পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম (জাদুঘর) থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদারীপুরের ভাঙ্গা অংশে একটি মিউজিয়াম নির্মাণ করা হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশও ওই মিউজিয়ামে থাকবে। মঙ্গলবার (১৪ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা জানান। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, সচিব-মন্ত্রীদের সঙ্গে ছবি তুলবেন। সেই মিউজিয়ামে এসব ছবিও রাখা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর