জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে তদন্তের নির্দেশ

১৪ জুন ২০২২

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই জালিয়াতি করে জি এম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন- এমন অভিযোগে করা মামলা তদন্ত করতে বলা হয়েছে। আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে গাজীপুরের সদর থানার অফিসার্স ইনচার্জকে। মঙ্গলবার (১৪ জুন) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য কাজী মনির হোসেন রুবেল মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, এরশাদ অসুস্থ হয়ে যখন সিএমএইচে  চিকিৎসাধীন ছিলেন, তখন  জাতীয় পার্টির দলীয় একটি প্যাডে এরশাদের সই নকল করেন জি এম কাদের। আর এ সই দিয়েই তিনি নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালান। এ মামলায় জি এম কাদেরের বাইরে দলের কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক , জি এম কাদের ঘোষিত গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার সচিবের প্রতি সমন জারি করা হয়েছে।  এ দিকে সই জালিয়াতির অভিযোগে  জি এম কাদেরের বিরুদ্ধে হাইকোর্টেও একটি রিট করা হয়েছে বলে জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর