বন্দুকধারীদের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। একের পর এক দেশটির বিভিন্ন অঞ্চলে এ হামলা ঘটছে। চলতি বছরে ২৬৬টি এমন হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা ঘটেছে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুল এবং নিউ ইয়র্কের বাফেলো শহরের টপস শপিং মলে। রব এলিমেন্টারি স্কুলে নিহত হয়েছেন দুই শিক্ষকসহ ২১ জন এবং বাফেলোর টপস শপিং মলে মারা গেছেন ১২ জন।
এবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটেছে। এতে মঙ্গলবার অন্তত ১৯ শিশুসহ একুশ জন নিহত হয়েছেন।
টেক্সাসের গভর্নর জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আঠার বছর বয়সী। তার হাতে একটি বন্দুক ও এআর-১৫ রাইফেল ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হতে পেরেছে। ধারণা করা হচ্ছে- সন্দেহভাজন ওই বন্দুকধারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন। তবে হামলাকারী কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
অন্যদিকে যেসব শিশুরা মারা গেছে তাদের বয়স ছিলো সাত থেকে দশ বছরের মধ্যে এবং তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গ্রেডের শিক্ষার্থী ছিলো।