সৌদি তেল স্থাপনায় হুথিদের হামলার হুমকি

১৫ জুন ২০২২

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন-  সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে, তাহলে তার দেশে সেনারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।

 

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে, তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল ও গ্যাস চুরি করার কোনো সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না।

 

ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশের উপকূল থেকে যেমন সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করে নিচ্ছে, তেমনি তারা ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল চুরি করছে। এ অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে। এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে।


মন্তব্য
জেলার খবর