মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা উত্তাল হয়ে উঠেছে। সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে এদিন কোলকাতায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে শামিল হন। এদিন দুপুর ১ টায় সমাবেশের নির্ধারিত কর্মসূচি থাকলেও বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট এলাকা প্রতিবাদী জনতার ভিড়ে ভরে ওঠে। প্রতিবাদ মিছিলটি কোলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং হয়ে রাণী রাসমণিতে পৌঁছায়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আজ কোলকাতার এ বিক্ষোভ-মিছিল শেষ নয়, দিল্লি থেকে সাম্প্রদায়িকতার ঘৃণা যারা প্রচার করে জাহান্নামের নরকের পতঙ্গ নূপুর শর্মা থেকে নরেন্দ্র মোদি তাদের যতক্ষণ দিল্লির ক্ষমতা থেকে না নামানো যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ লড়াই আন্দোলন চলবে।’
এক টিভি টকশোতে মহানবী (স.) কে নিয়ে বিরূপ মন্তব্য করে বিজেপির এ নেত্রী। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ দেখায় মুসলমানরা। নূপুর শর্মার এমন মন্তব্যের প্রতিবাদে ভারতের বাইরে বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে। ভারতে কয়েক জন বিক্ষোভকারীর ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে অসংখ্য মুসলমানকে। তবে এখনও ধরা শেয়ার বাইরে রয়েছেন বিজেপির ওই নেত্রী।