কেবল মেট্রোরেলে যানজট নিরসন হবে না: তাপস

১৫ জুন ২০২২

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) সুবিধার আওতায় রাজধানী ঢাকায় মেট্রোরেল চালু হলে যানজট নিরসন হবে- এটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তার মনে হয়, এ সমস্য নিরসন করতে চাইলে মেট্রোরেল ওরিয়েন্টেড ডেভলপমেন্ট করতে হবে, গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে হবে। আর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে হবে। তাহলেই মেট্রোরেল কেন্দ্রিক সুফল পাওয়া যাবে। বুধবার (১৫ জুন) দুপুরে এক সেমিনারে এমন মন্তব্য করেন। এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক এ সেমিনার হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

মেয়র তাপসের বক্তব্যে ডেঙ্গু প্রসঙ্গও ওঠে আসে। বলেন,  আষাঢ় মাস শুরু হয়েছে আজকে। এখন থেকে বৃষ্টি হবে, ডেঙ্গু বাড়বে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যক্রম চলছে মাঠে । সবাই সচেতন হলে ডেঙ্গু মোকাবিলা সম্ভব। সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাবাসীকে পরামর্শ দিতে গিয়ে মেয়র বলেন, আপনারা নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন। নর্দমা, খালে ড্রেনে  টাইলস, কাঁথা, বালিশ, লেপ, তোষক, ইট- এ ধরনের কোনো আবর্জনা ফেলবেন না। এগুলোর কারণে পানি নিষ্কাশনে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

সেমিনার সভাপতিত্ব করেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশনের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এমওআর পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর