মন্তব্য
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এটাও বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশি বাড়লে জনগণের ওপর কিছুটা চাপাতে হয়। নাহলে সরকারই বহন করবে। বুধবার (১৫ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরো জানান, দাম বাড়ানোর সিদ্ধান্ত হলে জানানো হবে। সরকারের দৃষ্টি হচ্ছে—সাধারণ মানুষের কষ্ট কম যেন হয়।
এমকে