জ্বালানি তেলের বাড়ানোর সিদ্ধান্ত হয়নি :অর্থমন্ত্রী

১৫ জুন ২০২২

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এটাও বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশি বাড়লে জনগণের ওপর কিছুটা চাপাতে হয়। নাহলে সরকারই বহন করবে। বুধবার (১৫ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরো জানান, দাম বাড়ানোর সিদ্ধান্ত হলে জানানো হবে। সরকারের দৃষ্টি হচ্ছে—সাধারণ মানুষের কষ্ট কম যেন হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর