বগুড়ায় গাড়ি চাপায় নৈশপ্রহরীর মৃত্যু

১৫ জুন ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গাড়ির চাপায় নওশাদ আলী (৬০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।  বুধবার (১৪ জুন) ভোরে ঢাকা মহাসড়কের শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নওশাদ শেরপুর পৌর শহরের নয়াপাড়া (গোরস্থান পাড়া) গ্রামের মৃত ময়নুল হকের ছেলে।

জানা যায়,  নিজের কর্মস্থলে দায়িত্ব পালন শেষে দুর্ঘটনার আগে বাড়ি যাচ্ছিল নওশাদ। উপজেলা পরিষদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। গাড়ির নম্বর বা চালক সম্পর্কে কিছু জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার রতন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর