মন্তব্য
ইবি প্রতিনিধি :
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক কর্মশালা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মশালা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সদস্য ও সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম, সদস্য ও আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান প্রমুখ। রিসোর্স পার্সন হিসেবে কমিটির সদস্য-সচিব ও উপ-হিসাব পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।
তাসনিমুল হাসান/এমকে