কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। তার আগে বুধবার নির্ধারিত সময়ে ইভিএমে ভোট নেওয়া হয়।
রিফাতের জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের পদ দখলে নিল আওয়ামী লীগ। আর অবসান ঘটলো সাক্কু যুগের। বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে এ ফল ঘোষণা করেন। এ নির্বাচনে মোট ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৯৯, রাশেদুল ইসলাম হাতপাখায় তিন হাজার ৪০ ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীকে দুই হাজার ৩২৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, নির্বাচনে মোট দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার ছিলেন। এরমধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৪টি ভোট পড়ে। বাতিল হয়েছে ৩১৯ ভোট। ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।
আরফানুল হক রিফাত কুমিল্লা বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
এমকে