কারা কালো টাকার মালিক

১৬ জুন ২০২২

বাংলাদেশের অনেক টাকা বিদেশে পাচার হয়েছে, সাধারণত কালো টাকাই পাচার হয়। সেই টাকা এবার করের মাধ্যমে ফেরত আনতে সুযোগ দিচ্ছে সরকার। তাছাড়া দেশের আভ্যান্তরেও বিভিন্ন কৌশলে কালো টাকা ব্যবহার হয়।  প্রশ্ন উঠেছে কালো টাকার মালিক কারা? সে প্রশ্নের উত্তর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার মতে, ঢাকা শহরে যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক। আর এ অবস্থার জন্য সরকার এবং সিস্টেমই দায়ী। কে কালো টাকার বাইরে আছে, পাল্টা সে প্রশ্নও রাখেন  অর্থমন্ত্রী। বুধবার (১৫ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। সরকারি অর্থনৈতিক ও ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, পাচারের টাকা দেশে আনার সুযোগ রাখা হয়েছে এ বাজেটে।  দেশের মানুষের কল্যাণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালো টাকার মালিক প্রসঙ্গে অর্থমন্ত্রী আরো জানান, ঢাকার গুলশান এলাকায় কোনো জমি যে দাম দেখিয়ে রেজিস্ট্রি করা হয়, জমির প্রকৃত দাম তার চেয়ে বেশি। কিন্তু বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। কারণ, প্রত্যেকটা মৌজার জন্য দাম নির্ধারিত আছে। এর বেশি দামে রেজিস্ট্রি করা যাবে না। সুতরাং যেটা পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে।

অর্থমন্ত্রী জানান, পাচারের টাকা দেশে ফেরত আসলে সেটার একটি অংশ শেয়ার বাজারে বিনিয়োগ হবে। বিনিয়োগ হবে বিভিন্ন শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যে। এ প্রত্যাশায় সেদিকে নজর দিচ্ছে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর