বৃষ্টি হলেই কাদা-জলে একাকার হয় শশীভূষণ বাজার

১৬ জুন ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

দুর্বল ড্রেনেজ ব্যবস্থা আর দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই কাঁদা-জলে একাকার হয় ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজার। এতে চরম দূর্ভোগ পোহাতে হয় বাজার ব্যবসায়ীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এমন পরিস্থিতি থেকে উত্তোরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

&dquote;&dquote;

শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সেলিম হাওলাদার জানান,  বাজারের ভেতরের সড়কগুলোতে যানবাহন চলাচল ও সাধারণ ক্রেতাদের কাদা-জল মাড়িয়ে  চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। কয়েক বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও দুভোগ লাঘবে কেউ উদ্যোগ নিচ্ছেন না। বর্ষা মৌসুমে পারতো পক্ষে ক্রেতারা এ বাজারে আসতে চান না। এতে বেচাকেনা কম হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের।   বাজারটির টিন ব্যবসায়ী আবুল হোসেন মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই দোকানের সামনে হাটু পানি জমে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করে না খেয়ে মরতে হবে। শুকনো মৌসুমে সারাদিন ১৫/২০ হাজার টাকার পণ্য কেনাবেচা হয়। কিন্তু  এখন বৃষ্টিতে সড়কের বেহাল অবস্থার ফলে সারাদিন ৪/৫ হাজার টাকার বেশি বিক্রি হয় না।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পণ্ডিত বলেন, বাজারের আভ্যন্তরে সড়ক সংস্কার ও অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আল নোমান বলেন, দ্রুত সময়ের মধ্যে শশীভূষণ বাজারের সড়ক সংস্কার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর