দীর্ঘ ২০ বছর আন্দোলনের পর ক্ষমতায় এসেছে তালেবান সরকার। ক্ষমতা হাতে পেলেও বিশ্ব থেকে এখনও স্বীকৃতি মেলেনি তাদের।এবার তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ।
বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান মিডিয়ার সাথে কথা বলার সময় জমির কাবুলভ বলেছেন যে, তালেবানের উপ-বাণিজ্যমন্ত্রী মস্কো সফর করবেন এবং আফগানিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু পণ্য কেনার কথা জানিয়েছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট আফগানিস্তানের জন্য শস্য বরাদ্দের অনুমতি দিয়েছেন।
তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে জামির কাবুলভ বলেন, মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে অনুসরণ করবে না।
আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি তালেবান মুসলিম দেশগুলোর কাছে তাদের সরকারকে স্বীকৃতি দেয়ার আবেদন জানিয়েছে। খবর জিও নিউজের।