২০২২ কাতার বিশ্বকাপের মঞ্চে শিরোপার লড়াইয়ে লড়বে কোন ৩২ দল? সে প্রশ্নের উত্তরের অপেক্ষার প্রহর ফুরালো। আগের দিন ২০২২ কাতার বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা পূর্ণ করেছিল অস্ট্রেলিয়া। অপেক্ষা ছিল কোস্টারিকা, নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের।
আন্তঃমহাদেশীয় প্লে-অফে এ দুই দলের সামনে ছিল কাতার বিশ্বকাপের ফ্লাইটের টিকিট নিশ্চিত করার। তবে ১০ জনের নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কোস্টারিকা।
কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে দুই দলের মধ্যে একমাত্র ব্যবধান গড়ে দেন কোস্টারিকার জোয়েল ক্যাম্পবেল। ম্যাচের তৃতীয় মিনিটে জোয়েলের করা সেই এক গোলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে কেইলর নাভাসের দল।
যদিও কাতারে এদিন বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছেন নিউজিল্যান্ড। ম্যাচে ১৫টি আক্রমণ করেছিল ট্রান্স তাসমান পাড়ের দেশটি। একবার বল জালেও জড়িয়েছিল দলটি। তবে ক্রিস উড বল জালে জড়ালেও ভিএআরে সেই গোল বাতিল হয়ে যায়।
ম্যাচের ৬৯ মিনিটে নিউজিল্যান্ডের কোস্তা বারবারোজ লাল কার্ড দেখে ফিরলে ম্যাচের বাকি সময় বড় কোনো বিপদ ছাড়া কাটিয়ে দেয় কনকাকাফের দল কোস্টারিকা।
এ নিয়ে টানা তিন বিশ্বকাপ খেলার কীর্তি গড়লো লস টিকোসরা। বিশ্বকাপে যদিও কোস্টারিকার পারফরম্যান্স খুব বেশি নজর কাড়া নয়। ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেললেও ২০০২, ২০০৬, ২০১৮ এর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি।
এবারের আসরেও কঠিন গ্রুপে জায়গা পেয়েছে কেইলর নাভাসরা। গ্রুপ ‘ই’ তে কোস্টারিকার প্রতিপক্ষে শক্তিশালী জার্মানি, স্পেন এবং জাপান। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। যা শেষ হবে ১৮ ফাইনাল।
এক নজরে দেখে নিন এবারের বিশ্বকাপের ৩২ দল; কে কোন গ্রুপে জায়গা করে নিলো: