ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে সম্পর্কিত মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় বুধবার তৃতীয় দিনের মতো ৯ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিবির।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার রাহুল গান্ধীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এক দিনের অব্যাহতি চেয়েছেন তিনি। রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের অডিও ও ভিডিও রেকর্ড করছে সংস্থাটি। পরে তার বিবৃতি টাইপ করা হয় এবং সেখানে তিনি ও তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করেন।
এদিকে তার মা ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পরে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
ইডি কার্যালয়ের বাইরে কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। জিজ্ঞাসাবাদকে ক্ষমতাসীন বিজেপির 'প্রতিহিংসার রাজনীতি' বলে অভিহিত করে এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন তারা। এমনকি বুধবার শচীন পাইলটসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।
দিল্লি পুলিশ অবশ্য কংগ্রেসের দাবি অস্বীকার করেছে।