সিনেমা বানাতে ৬৫ লাখ টাকা পাবেন অপু

১৬ জুন ২০২২

প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর নাম প্রকাশ করা হয়েছে। এতে এ বছর মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাল শাড়ি’। এ সিনেমার প্রযোজক চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

 

অনুদানের সাধারণ শাখায় ‘লাল শাড়ি’ নির্বাচিত হয়েছে। এতে সিনেমাটি বানানোর জন্য সরকারের পক্ষ থেকে অপু বিশ্বাস ৬৫ লাখ টাকা পাবেন। শুধু তাই নয়, তিনি চাইলে ব্যক্তিগতভাবেও এ অর্থের সঙ্গে আরও টাকা যোগ করতে পারবেন। অপুর জন্য আরও আনন্দের বিষয় হচ্ছে তিনি এবারই প্রথম কোনো সিনেমা প্রযোজনা করতে চলেছেন। আর প্রথম সিনেমার জন্যই পেলেন অনুদান।

 


মন্তব্য
জেলার খবর